পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল ৮টায় দেবহাটার পুস্পকাটি সরকারি প্রাইমারী স্কুল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখাগেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাইনি।
এদিকে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি উপজেলার ১৬৩টি কেন্দ্রের ৮৮৩টি কক্ষে ৩লাখ ৩৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর জানান, প্রতিটি কেন্দ্রে একজন এসআইসহ ৫জন পুলিশ অস্ত্রসহ আছেন। একই সাথে ২জন অস্ত্রসহ ১৭জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র্যাব ও বিজিবি সদস্যরাও টহলে আছেন। দুটি উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২জন, সদস্য পদে ৬৫১জন ও সংরক্ষিত নারী পদে ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নারী চেয়ারম্যান প্রার্থী আছেন ২জন।
The post দেবহাটা ও কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CTrldK
No comments:
Post a Comment