আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদর গাছতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ও ইয়ং লায়ন্স ক্রিকেট একাদশ পরস্পরের মুখোমুখি হয়।
আকর্ষণীয় এই খেলায় টসে জিতে ইয়ং লায়ন্স ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, প্রকাশ সরদার ও মিহির রায়।
ধারাভাষ্যে ছিলেন, সুব্রত মন্ডল ও সঞ্জয় শীল। মনোমুগ্ধকর এই খেলাটিতে পুরষ্কার স্পন্সর করেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এসএম হোসেনুজ্জামান হোসেন। খেলা শেষে ম্যান অফ দা ম্যাচ রমেন বৈদ্য ও বিজয়ী অধিনায়ক কবি আবু বক্কর সিদ্দিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ব্যাংকার অনাথ বন্ধু চক্রবর্তী, শিক্ষক দেবাশীষ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
The post আশাশুনিতে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nWS05h
No comments:
Post a Comment