Friday, November 26, 2021

ঘোনা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদেরকে বাজার কমিটির সংবর্ধনা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর সন্ধ্যায় ঘোনা বাজার কমিটির উদ্যোগে ঘোনা বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোনার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের নির্বাহী সদস্য, ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল করিম, সাবেক ইউপি সচিব, শওকত আলী, সাবেক শিক্ষক মাস্টার আইয়ুব আলী ও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর খলিলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঘোনার মানুষ অত্যন্ত সচেতন। তাই আজ তারা সংঘবদ্ধ হয়ে একটা কালো অধ্যায়ের অবসান ঘটাতে স্বক্ষম হয়েছে। ঘোনার মানুষ শান্তি চায়। তাই আজ তারা এ দু:শাসনের পরিবর্তন ঘটিয়েছে। সভায় প্রধান অতিথি নব নির্বাচীত চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ঘোনা ইউনিয়ন একটি সম্ভবনাময় ইউনিয়ন। এ ইউনিয়নের মানুষ যেভাবে আমাকে সম্মানিত করেছে তাতে করে আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

তিনি ইউনিয়নের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও উপস্থিত নবনির্বাচিত মেম্বরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক শাহজাহান কবীর।

The post ঘোনা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদেরকে বাজার কমিটির সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DY8IGV

No comments:

Post a Comment