নিজস্ব প্রতিনিধি: ‘কৃষকের বীজ কৃষকের অধিকার’ এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বীজ ব্যাংকের উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে ফসলের বীজ বিতরণ করা হয়। কৃষকরা এ বীজ দিয়ে ৫০ বিঘা বোরো ধান চাষ করতে পারবেন। বক্তরা বলেন, কিছু প্রতারক বীজ কোম্পানি ও বীজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুপযোগী বীজ কৃষকদের কাছে বিক্রয় করে থাকে।
এ জন্য সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামে একটি বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাংক থেকে বিনামুল্য বীজ বিনিময় করতে পারবেন। বক্তরা বলেন, প্রতিনিয়ত কৃষকরা প্রতারিত হচ্ছে বীজ ক্রয় করে। তাই কৃষকদের মাঝে তুজুলপুর বীজ ব্যাংক প্রতি বছর উপযোগী ফসলের বীজ বিতরণের করে আসছে। কৃষকরা বিনামূল্যে ফসলের বীজ পেয়ে উচ্ছ¡সিত। স্থানীয় কৃষক আনিসুর রহমান বলেন, আমরা বিনামূল্যে ধানের বীজ পেয়ে খুবি আনন্দিত। কৃষক আব্দুল মুজিদ বলেন, বীজ ব্যাংকের মাধ্যমে এই বীজ পেয়ে আমরা খুবই উপকৃত হবো। এখানে এসে আমরা ফসল উৎপাদনের জন্য নানাবিধ পরামর্শ পেয়ে থাকি যা আমাদের অধিক ফসল উৎপাদনে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অমর কুমার ব্যানার্জী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, ফার্ম কর্মকর্তা অসিম কুমার বিশ্বাস, ইউপি সদস্য শরিফুল ইসলাম, কৃষি ব্যাংক ও গাছের পাঠশালার কর্ণধর সাংবাদিক ইয়ারব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার অমল ব্যানার্জি, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বারসিকের জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান, নয়ন মন্ডল, সজিব মন্ডল। ৫০জন কৃষকের হাতে বীজ তুলে দেওয়া হয়।
The post তুজলপুরে ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3E7u0C3
No comments:
Post a Comment