Tuesday, November 30, 2021

৭৫ বছরের পথ দুই বছর বন্ধ করায় সীমাহীন দুর্ভোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: ৭৫ বছরের যাতায়াতের পথ জোরপূর্বক দুই বছর ধরে বন্ধ করে দেওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার কযেকটি পরিবার। চলাচলের পথটি উন্মুক্ত করতে গ্রামবাসি শেষ পর্যন্ত জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন। এর আগে গ্রামবাসি স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, থানায় প্রতিকার চেয়ে আবেদন জানালেও পথ অবরুদ্ধকারী সংশ্লিষ্ট দপ্তরে হাজির হয়নি।

এতে করে একাধিকবার নোটিশ করা হলেও বিবাদি হাজির না হওয়ায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কয়েকটি পরিবার। আলোচিত এ ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নের উজয়মারি গ্রামের। যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবি জানিয়ে এ গ্রামের করিম গাজীর ছেলে জমাত আলী গাজী ২৯ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। ওই আবেদনে তিনি একই গ্রামের চৈতন্য হালদারের ছেলে সনৎ হালদারকে বিবাদি করে জানান, ৭৫ বছর ধরে স্থানীয়রা যাতায়াত করে আসছে। ২০১৯ সাল থেকে সনৎ হালদার পথটি বন্ধ করে রেখেছে। এতে করে নারী-শিশুসহ স্থানীয়রা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।

এবিষয়ে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে কয়েকবার বসাবসির উদ্যোগ নেওয়া হলেও সনৎ হালদার হাজির হয়নি। সে সম্পূর্ণ গায়ের জোরে পথটি আটকিয়ে রেখেছে। এতে পথ দিয়ে যেতে না পেরে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

এদিকে হয়রানীর শিকার জমাত আলী জানান, বিষয়টি নিয়ে ইউয়িন পরিষদ, উপজেলা পরিষদ ও থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু বিবাদি অনুপস্থিত থাকায় কেউ সমাধান করতে পারেনি। সর্বশেষ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। পথটি উন্মুক্ত না হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ চরম হয়রানীর শিকার হচ্ছে। এবিষয়ে বিবাদি সনৎ হালদারের সাথে যোগাযোগ করা যায়নি।

The post ৭৫ বছরের পথ দুই বছর বন্ধ করায় সীমাহীন দুর্ভোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31jhXmn

No comments:

Post a Comment