আব্দুস সামাদ: সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হচ্ছে জেলা পরিষদের নব নির্মিত শিশুপার্ক। শিশুদের আনন্দ-উল্লাসে পুরো পার্ক এলাকার পরিবেশ যেন পরিণত হয়েছে রূপকথার রাজ্যে। হৈ-চৈ আনন্দঘন পরিবেশে জেলা পরিষদের পার্কটি শিশুদের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। উন্মুক্ত ও মনোরম পরিবেশে স্লিপার, দোলনা ও ঢেকি/ব্যান্সেসহ বিভিন্ন রাইডে চড়েও শিশুদের মধ্যে দেখা যাচ্ছে না কোন ক্লান্তির ছাপ।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদের কম্পাউন্ডকে নান্দনিক সাজ দিতে দুই কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পে গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে অন্যতম হলো-২২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে শিশুদের খেলাধুলার জন্য পার্ক নির্মাণ। ইতোমধ্যে পার্ক নির্মাণ প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। শিশুদের খেলার জন্য বসানো হয়েছে তিনটি স্লিপার, তিনটি দোলনা, তিনটি ঢেকি/ব্যান্সে। মনোরম পরিবেশে বসার জন্য স্থাপন করা হয়েছে গোলঘর ও বেঞ্চ। আরও বসানো হবে দু’টি নাগরদোলাসহ বিভিন্ন পশুপাখির ভাস্কর্য। চলতি ডিসেম্বর মাসেই পার্কের সকল কাজ শেষ হবে।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান বলেন, শিশুদের মেধা বিকাশের কথা বিবেচনা করে পার্কটি নির্মাণ করা হচ্ছে। পার্কে তিনটি স্লিপার, তিনটি দোলনা, তিনটি ঢেকি/ব্যান্সে ও দু’টি নাগরদোলাসহ বিভিন্ন পশুপাখির ভাস্কর্য নির্মাণ করা হবে। মনোরম পরিবেশে বসার জন্য স্থাপন করা হয়েছে গোলঘর ও বেঞ্চ। পার্কটি চলতি মাসেই পূর্ণাঙ্গ রুপ পাবে। পূর্ণাঙ্গ রুপ পেলে শিশুরা সুন্দর ও মনোরম পরিবেশে খেলাধুলা করতে পারবে।
শহরের রাজারবাগান এলাকা থেকে আসা সারিকা সায়নী শিশুপার্কে এসেছে বাবার হাত ধরে। একের পর এক রাইডে চড়ছেন। কিন্তু তার মধ্যে নেই কোন ক্লান্তি। উন্মুক্ত ও মনোরম পরিবেশে খেলতে পেরে সে খুব খুশি। খেলার ফাঁকে তার সাথে কথা হলো কিছু সময়। তার সোজা উত্তর, রাজ্জাক পার্কে শিশুদের জন্য যে পার্কটি আছে সেখানে আমরা খেলতে পারি না। ওখানে দুষ্টু লোক বেশি দেখা যায়। আমাদের খেলতে দেয় না। আমাদের ভয় লাগে। এখানে এসে খেলাধুলা করছি আমাদের কোন ভয় লাগছে না। আমারা সুন্দরভাবে খেলতে পারি।
শিশুদের নিয়ে আসা অভিভাবকরা শিশুদের সঙ্গে ঘুরতে ঘুরতে আর তাদের চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও সন্তানদের হাসিমুখ দেখে যেন একেবারেই ভুলে যান সব কষ্ট। শহরের ইটাগাছা এলাকা থেকে আসা এমন একজন অভিভাক বলেন, সাতক্ষীরা শহর এলাকায় শিশুদের খেলার জন্য তেমন কোন শিশুপার্ক নেই। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিশুদের জন্য কিছু রাইড থাকলেও সেখানে মাদকসেবকী ও ছিনতাইকারীদের চলফেলা বেশি। সে কারণে সেখানে নিরাপদে শিশুদের নিয়ে যাওয়া যায় না। তাছাড়া সেখানে যে রাইডগুলো আছে সেগুলো র্দীঘ দিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। শিশুরা খেলাধুলা করতে গেলে আহত হয়ে যায়।
তিনি আরও বলেন, জেলা পরিষদ শিশুদের কথা চিন্তা করে যে পার্কটি নির্মাণ করেছেন সেখানে এসে শিশুরা নিরাপদে খেলাধুলা করেত পারছে। সার্বিক দিকে বিবেচনা করলে এখানের পরিবেশও অনেক ভালো। নিরাপত্তারও কোন সমস্যা নেই।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা শহর কেন্দ্রীক শিশুদের খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে। শিশুরা মাঠে গিয়ে খেলতে না পেরে মোবাইল ও মাদকের প্রতি আসক্তি হয়ে পড়ছে। তাই শিশুদের উন্মুক্ত পরিবেশে খেলার জন্য শিশু পার্কটি নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পার্কের নির্মাণ কাজ এখানো শেষ হয়নি, এরই মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত জেলা পরিষদ কম্পাউন্ড। নির্মাণ কাজ শেষ হলে আরও মনোরম পরিবেশে শিশু-কিশোরা খেলাধূলা করতে পারবে বলে তিনি জানান।
The post শিশুদের পদচারণায় মুখরিত জেলা পরিষদের শিশুপার্ক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3EcOr0r
No comments:
Post a Comment