Friday, November 26, 2021

কাব্যিক বন্দনায় ছন্দময় আবেশে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: হেমন্তের আলো ঝলমল স্বর্ণালী সকালে কাব্যিক বন্দনায় ছন্দময় আবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব-২০২১। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি মনিরুজ্জামান মন্ময় মনিরের সভাপতিত্বে ও কবি গুলশান আরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবি শেখ নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি আবু আফ্ফান রোজবাবু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ভাস্কর সুরেশ পান্ডে। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক নব কুমার ঢালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শেখ আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিয়ষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে কবিতা আবৃত্তি করেন সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি কিশোরী মোহন সরকার, শুভ্র আহমেদ, মনিরুজ্জামান ছট্টু, মাসুদুর রহমান, প্রধান শিক্ষিকা মনিয়া সুলতানা, শোভা রায়, নুসরিকা অদ্রি, শ্রাবন্তী মন্ডল প্রমুখ।

The post কাব্যিক বন্দনায় ছন্দময় আবেশে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3FRoUu8

No comments:

Post a Comment