যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় কুতুব উদ্দিন(৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তারা সবাই বিদ্রোহী প্রার্থীর প্রতীক আনারসের কর্মী।
শনিবার রাতে ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই শাহাবুদ্দিন জানান, আনারস প্রতীকের পক্ষে কাজ করায় তাদের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে তিনিসহ ৬ জন আহত হন। হাসপাতালে আনার পর তার বড় ভাই মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাহিদ শাহারিয়ার সাব্বির জানান, নিহতের ঘাড়ে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি ৫ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনায় রেফার করা হয়েছে।
অন্যদিকে রাতে একই উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা সবাই নৌকার কর্মী।
The post শার্শায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৯ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CXKivN
No comments:
Post a Comment