Sunday, November 28, 2021

তালায় দলিতের টিপসি প্রকল্পের অবহিতকরণ সভা https://ift.tt/eA8V8J

বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের টিপসি প্রকল্পের ‘লার্নিং এÐ শেয়ারিংয়ের উপর তালায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলিতের হেড অফ হেলথ এড লাইভ হুড নিতাই চন্দ্র দাস।
দাতা সংস্থা ফাÐাজিওন সানজিনো অনলুস-ইটালী’র অর্থায়নে, টেকনিক্যাল এ্যান্ড প্রাকটিক্যাল স্কিলস্ ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষিকর্মকর্তা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল গফফার ও শহিদ মোস্তফা চৌধুরী। টিপসি প্রকল্পের উপর আলোচনা ও প্রজেক্টারের মাধ্যমে ভিডিও প্রদর্শন করেন প্রজেক্ট ম্যানেজার তরিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মানিক চন্দ্র দাস, শিউলি দাস, আবুল কালাম আজাদ, উপজেলার ইউ সদস্য রফিকুল ইসলাম, ফারুখ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য জয়ন্তী দাস ও রেহেনা বেগম। প্রেসবিজ্ঞপ্তি

The post তালায় দলিতের টিপসি প্রকল্পের অবহিতকরণ সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZuBVKq

No comments:

Post a Comment