জনমানুষের নিত্যপণ্য ক্রয়ের অন্যতম স্থান সুলতানপুর বাজার। প্রতিদিন এই বাজার থেকে নিত্যপণ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার মাছও ক্রয় করেন জনসাধারণ। সরকার বছরে লাখো টাকা রাজস্ব পায়। অথচ স্বাধীনতা ৫০ বছর পেরিয়ে গেলেও এই বাজারটি সম্প্রসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। যা খুবই দু:খজনক। ভূমিহীনরা আমাদের প্রাণের একটি অংশ।
সেই ভূমিহীনদের মধ্যে কিছু হতদরিদ্র পরিবার এই বাজার সংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে ঘর বানিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। আজ প্রাণসায়ের খাল কিছটাু প্রাণ ফিরে পেলেও আমাদের হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। অবিলম্বে এই ভূমিহীনসহ জেলার সকল ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসন করতে সোমবার (২৯.১১.২০২১) সকাল ১০টায় আলিপুর ফিস প্রাঙ্গণে সুলতানপুর মৎস্য বাজারে ব্যবসায়িক ও ভূমিহীন নেতৃবৃন্দের এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এসব দাবি করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা শওকত, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সদর উপজেলা মৎস্য কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপিত শিহাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা ফরিদ হাসান, ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন, মিজানুর রহমান প্রমূখ। এসময় আকবর, নুর ইসলাম, দীন ইসলাম, ইব্রাহিম হোসেন, ভূমিহীন নেতা আশিকুর রহমান, সামছুর রহমান, আমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
The post সুলতানপুর বাজার সম্প্রসারণ ও ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের দাবি অধ্যক্ষ আবু আহমেদের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pc7stx
No comments:
Post a Comment