Friday, November 26, 2021

প্রচারের শেষ দিনে নৌকার পক্ষের সমাবেশে জনস্রোত https://ift.tt/eA8V8J

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা’র প্রার্থীকে ভোট দিন: নজরুল ইসলাম

দেবহাটা সংবাদদাতা: দেশব্যাপী চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। শুক্রবার বিকেল থেকে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সকলের প্রতি এ আহ্বান জানান তিনি।

বক্তৃতাকালে নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা এবং স্বাধীনতা পরবর্তী এদেশের উন্নয়নের প্রতীক নৌকা। নৌকায় ভোট দিয়ে মানুষ পদ্মাসেতু, মেট্রোরেলসহ অকল্পনীয় উন্নয়নের বাস্তবায়ন দেখতে পেয়েছেন। যা একসময় আমাদের কাছে স্বপ্ন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন। বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ সকল খাতে আমূল উন্নয়ন সাধিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ফলে এখন ঘরে বসেই মানুষ সকল সেবা পাচ্ছেন। তাই উন্নয়নের এধারাকে অব্যহত রাখতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি দুটি উপজেলার ১৭টি ইউনিয়নেই নৌকার প্রার্থীদের বিজয়ী করে আবারো দেবহাটাকে আওয়ামী লীগের ঘাঁটিতে রুপান্তরিত করার আহ্বান জানান নজরুল ইসলাম।

এসব পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফছার আলী বাবলু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্লাহ হীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন প্রমুখ।

 

The post প্রচারের শেষ দিনে নৌকার পক্ষের সমাবেশে জনস্রোত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rdTiKT

No comments:

Post a Comment