জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বাজার তদারকি টিমের পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের আবাদেরহাট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।
বাজার তদারকি টিম সাতক্ষীরার সদর উপজেলার আবাদেরহাটের বিভিন্ন হোটেল, ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।
এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় ভাইভাই স্টোরে ১ হাজার, সরদার ফার্মেসিতে ৩ হাজার এবং হক্ ট্রেডার্সে ২ হাজার মিলে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ৩৭,৩৮ ও ৫১ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি
The post ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদরের আবাদেরহাটে তদারকি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3o3VItJ
No comments:
Post a Comment