Sunday, November 28, 2021

দেবহাটার ৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা ৫টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্টিত হয়েছে।

এতে বেসরকারীভাবে বিজয়ী হলেন যারা:

১নং কুলিয়ার জেলা আ.লীগের সহ-সভাপতি আছাদুল হক (ঘোড়া)।

২নং পারুলিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু (আনারস)।

৩নং সখিপুরে সাইফুল ইসলাম (মোটরসাইকেল)

৪নং নওয়াপাড়ার আ.লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী (নৌকা)।

৫নং দেবহাটা সদরে বকুল হোসেন চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।

 

The post দেবহাটার ৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xD85QD

No comments:

Post a Comment