আশাশুনি ব্যুরো: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার দুপুরে তিনি ঢাকা থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানান। বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পরপর দু’বারের সভাপতি, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন দলীয় মনোনয়ন পেতে ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। রবিবার বাংলাদেশ আ’লীগের গুলিস্থান কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তদের হাত থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
The post আশাশুনির বড়দলের চেয়ারম্যান প্রার্থী সোহরাবের আ.লীগের মনোনয়নপত্র গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lhbLme
No comments:
Post a Comment