ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দোকানের সামনে থেকে ভোজ্যে তেলের ড্রাম চুরি করে পালানোর সময় দু’জনকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৮নভেম্বর) সকালে উপজেলার মিকশিমিল বাজারে। এলাকাবাসী ও ভূক্তভোগী মুদি দোকানদার বিকাশ সাহা জানান, প্রতিদিনের ন্যায় তিনি শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মতো তিনিও ভোজ্যে তেল হিসেবে পামওয়েল ভর্তি ব্যারেল দোকানের বাইরে রেখে যান।
রবিবার ভোর ৬টার দিকে একটি ইজিবাইক যোগে তেল চোর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বাদল জমাদ্দার (৩৫) এবং দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার রাসেজ ফারাজি (২০) কে ১৫০ কেজি তেলভর্তি একটি ব্যারেল যার আনুমানিক মূল্যে ২১ হাজার টাকা ইজিবাইকে উঠিয়ে চুরি করে নিয়ে যেতে থাকলে স্থানীয় লোক টের পেয়ে তাদের ধাওয়া করে মধুগ্রাম স্কুলের সামনে থেকে হাতে-নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। প্রসঙ্গত, চলতি মাসে ডুমুরিয়া বাজারের দুটি মুদি দোকানের সামনে থেকে ৩ ব্যারেল ভোজ্যে তেল একই কৌশলে চুরি হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে দোকান মালিক বিকাশ সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
The post ডুমুরিয়ায় তেল চুরির অভিযোগে আটক দুই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32u1Cfh
No comments:
Post a Comment