Friday, November 26, 2021

তরুণ প্রজন্মের অনন্য প্রতিভাসম্পন্ন বালক কলারোয়ার শেখ আবির আহম্মেদ https://ift.tt/eA8V8J

শেখ আবির আহম্মেদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে। সে ১৮ বছর বয়সে পদার্পন করেছে। এই বয়সেই তার একের পর এক নজরকাড়া অর্জনে সাতক্ষীরার সুশীল সমাজের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। এই বয়সেই আবির সাতক্ষীরাতে প্রতিষ্ঠিত করেছে ২টি সংগঠন।

১টি ‘সামাজিক সংগঠন’ এবং একটি ‘যুব সংগঠন’। আবির একজন সুনাগরিক সু-শিক্ষার্থী, একজন সফল যুক্তিবাদী বিতার্কিক এবং একজন সফল সমাজ সেবক। দারুণ কৌশলে দ্রুত গতিতে তার সমাজ সেবার পরিধি বিস্তৃত হচ্ছে। তার প্রতিষ্ঠিত যুব সংগঠন ‘কলারোয়া ডিবেটিং ক্লাব’ সাতক্ষীরার যুব সমাজের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এবং তার একনিষ্ঠ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত সমাজিক সংগঠন ‘নক্ষত্র ফাউন্ডেশন’ এর মাধ্যমেও সে অনেক প্রশংসীত হয়েছে।

সর্বশেষ আবির এর নেতৃত্বে কলারোয়া ডিবেটিং ক্লাবের ‘শিক্ষা সামগ্রী বিতরণ’ প্রজেক্টের আওতায় অসহায় শিক্ষার্থীদের মাঝে ‘বিনামূল্যে বই বিতরণ’ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমটির মাধ্যমে কলারোয়া পৌরসভার যেসব অসহায় শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে পারছে না তাদেরকে বিনামূল্যে বই কিনে দেওয়া হচ্ছে। কলারোয়া পৌরসভার কোনো অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে বই পেতে হলে ‘কলারোয়া ডিবেটিং ক্লাব’ নামে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এর ম্যাসেজ অপসনে গিয়ে সেই শিক্ষার্থীর সম্পূর্ণ বায়োডেটা দিতে হবে। তারপর সেই তথ্যটি যাচাই বাছাইয়ের পর আবির এর নেতৃত্বে কলারোয়া ডিবেটিং ক্লাবের একটি টিম সেই শিক্ষার্থীর বাড়িতে বিনামূল্যে বইটি পৌছে দিচ্ছে। আবির এই কার্যক্রমটি কলারোয়া পৌরসভার সুশীল সমাজের কাছে বিরাট সাড়া ফেলেছে। আবির এর ভবিষ্যত জীবনে সার্বিক সফলতা অর্জনের জন্য তারা দোয়া করেন।

The post তরুণ প্রজন্মের অনন্য প্রতিভাসম্পন্ন বালক কলারোয়ার শেখ আবির আহম্মেদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p7iTma

No comments:

Post a Comment