Monday, July 27, 2020

কুলিয়ায় যাত্রী ছাউনির গায়ে গ্যারেজ: ভোগান্তি চরমে https://ift.tt/eA8V8J

দেবহাটা উপজেলার কুলিয়ায় নতুন কাঁচা বাজার সি এন্ড বি রাস্তার পশ্চিম পাশে যাত্রী ছাউনি। যাত্রী ছাউনির দক্ষিণ পাশে শাঁখরা-কোমরপুর সড়ক। সেই ঘেঁসে যাত্রী ছাউনীর পাশে টিনের চালের ছাউনি দিয়ে মোটরসাইকেল গ্যারেজ নির্মাণ করেছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে শাঁখরা কোমরপুর ও কুলিয়া এলাকার সাধারণ পথচারি যাত্রীরা ও যাত্রী ছাউনির পিছনের মার্কেট মালিক। এক দিকে মার্কেটের ভাড়াটিয়া দোকানদাররা মালিকের কাছে অভিযোগ করেছে গ্যারেজ নির্মাণের ফলে তাদের দোকানে যাতায়াতের পথ সরু হয়ে গেছে। অন্য দিকে পথচারীদের আসতে হচ্ছে মহাসড়কের উপর দিয়ে। এই রাস্তার মোড়ে যানজট লেগেই থাকে। কারণ রাস্তার পূর্ব পাশে কাঁচা বাজার, পশ্চিমে কুলিয়া ইউনিয়ন পরিষদ, দক্ষিণে একটি প্রাথমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কয়েকটি এনজিও অফিস। ইতোপূর্বে যানজট ও লোক সমাগমের জন্য প্রতি নিয়ত দুর্ঘটনাও ঘটেছে। এব্যাপারে দেবহাটা নির্বাহী কর্মকর্তা নিজেই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন-এটাই এলাকাবাসীর প্রাত্যাশা।
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post কুলিয়ায় যাত্রী ছাউনির গায়ে গ্যারেজ: ভোগান্তি চরমে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32Ztiaj

No comments:

Post a Comment