Monday, July 27, 2020

সাতক্ষীরা সদরে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা; সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর গোপনে বাল্যবিয়ের আয়োজন ছিল রবিবার গভীর রাতে। তথ্য পেয়ে, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। তিনি রাত ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ কামরুজ্জামান ও গ্রাম পুলিশ মুহাসিনুর রহমাদকে নিয়ে ঐ ছাত্রীদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন; বর ও তার দুজন আত্মীয় নিয়ে কন্যার বাড়িতে এসেছে। ইতপূর্বে; কন্যার পিতা সাবেক ইউপি ওয়ার্ড সদস্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এটিএম আলী আকবর থেকে চলতি সনের গত ৯ জুলাই তারিখে অ্যাফিডেভিট করিয়েছে! এই ঘোষণায় রবিবার গভীর রাতে কন্যাকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ও গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে সাইফুল্লাহ বাবু সাথে বাল্যবিয়ের গোপন আয়োজন করে। এসময়ে; মেয়ের জন্ম সনদ দেখেন, তার বয়স ১৪ বছর ১১ মাস ২০ দিন। তখন ঐ ছাত্রীর মা-বাবা ও ছেলে (বর)কে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করেন। সার্বিক জানা-বুঝার পর ছাত্রীর মা-বাবা তাদের মেয়েকে ১৮ বছর বয়স পূর্ণের আগে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় এবং ছেলেও মুচলেকা নিয়ে তার বাড়িতে ফেরত পাঠানো হয়।

The post সাতক্ষীরা সদরে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g5aBp8

No comments:

Post a Comment