কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পুলিশিং বিট কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন, পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ প্রদান করা যাবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আলোনা করেন ও উপস্থিত ছিলেন এস আই ইস্রাফিল হোসেন, এসআই রুবেল হোসেন, এএসআই মফিজুর রহমান, এএসআই মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তৌফিকুর রহমান, ইউপি সদস্য আব্দুস সাত্তার, শেখ খায়রুল ইসলাম, শেখ আসলাম হোসেন দুলাল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জান জিল্লু, আতাউর রহমান, কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলী, এস এম ফারুক হোসেন, ফারুক রাজ, শিক্ষক আব্দুল গফুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধিবৃন্দ। এছাড়া একই দিনে যুগিখালি, জয়নগর, কয়লা, কেরালকাতা ইউনিয়নে অনুরূপ বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয় বলে জানা গেছে।
কলারোয়া প্রতিনিধি:
The post কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/30bL346
No comments:
Post a Comment