কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের কার্যালয় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে সেবা গ্রহীতা ও সেবাদানকারীদের নিরাপদ রাখতে বুধবার লকডাউন করা হয়েছে। কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গয়ড়া-হিজলদী রোডে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারসহ পরিবারের সকলে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান, ব্যাংকের ম্যানেজারের অবস্থা ভালো না হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ম্যানেজার অমিতোষ সরকার (৪০)। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে। তাঁর স্ত্রী শাপলা সরকার (৩৫) ও দুই ছেলে ঐশ্বর্য সরকার (১২) এবং সৌন্দর্য্য সরকার (৭) করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নেয়ার একপর্যায়ে অবস্থা সবারই শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্ত্রী ও দুই পুত্র উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে গ্রাম পুলিশকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই গ্রামীণ ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি পুরো ব্যাংকটি লকডাউন করে দেন বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।
The post কলারোয়ার চন্দনপুরে গ্রামীণ ব্যাংক লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2P8z0yc
No comments:
Post a Comment