Thursday, July 30, 2020

খুলনায় নিজের ঘরে যুবকের গলা কাটা লাশ https://ift.tt/eA8V8J

খুলনায় নিজ ঘর থেকে মো. বাচ্চু শেখ (৩২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নগরের আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া নামের স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু শেখ ওই এলাকার মো. আমজাদ শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, আজ ভোরের দিকে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে খুনের বেশ কিছু মোটিভ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ গতকাল বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়ার নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তাঁর চিৎকার শুনে পাশে থাকা স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

The post খুলনায় নিজের ঘরে যুবকের গলা কাটা লাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2DdC75n

No comments:

Post a Comment