দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত বেড়েছ। নতুন করে ২ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় ২৮ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১১১ জন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন।
সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭০ জন।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২হাজার ৬৯৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৮ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১২ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি নমুনা।
দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’
The post করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮ জনের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3geRXvi
No comments:
Post a Comment