Tuesday, July 28, 2020

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন https://ift.tt/eA8V8J

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও পুলিশিং সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে ওই বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথির বক্তব্যে (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, পুলিশিং সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তবে এক্ষেত্রে যেন একজন সেবা প্রার্থীও হয়রানির শিকার না হয়। এমনটি হলে সংশি¬ষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিংয়ের দায়িত্ব পেলেন এসআই সুবীর কুমার ঘোষ, এএসআই আসলাম সিকদার, এএসআই মোহাম্মদ সোহেল রানা।
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি:

The post কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CX5N6T

No comments:

Post a Comment