Friday, July 31, 2020

দেবহাটায় ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটাতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ মো. রইয়া হোসেন (২৩) ও বিল্লাল সরদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রইয়া হোসেন দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার শুকুর আলী মোড়লের ছেলে এবং অপর বিল্লাল হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হানিফ, এএসআই রশিদুল ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের হয়েছে।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2DiRvh1

No comments:

Post a Comment