Friday, July 31, 2020

বাড়িতে বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএসএফ ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি https://ift.tt/eA8V8J

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুস্থ পরিবারগুলোতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএফসি এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এবং শক্রবার (৩১জুলাই) দুইদিন ব্যাপি শেখ শাকিল হোসেনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর, গোবরদাড়ি ও জোড়দিয়া, শেখ মুমতারিণ অথৈ এবং মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার মুরারিকাটি ও গণপতিপুর, শাহরিয়ার মুন্না এবং মাসুদ রানার তত্ত্বাবধানে তালা উপজেলার সরুলিয়া ও খলিশখালী, মিনহাজুল ইসলাম নাইমের তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় অসহায় পরিবারগুলোতে ঈদ বাজার পৌঁছে দেয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মাসুদ রানা বলেন, আমরা ওয়াইএসএফের আর্থিক সহযোগিতায় অসহায় পরিবারে প্রয়োজনীয় ঈদের বাজার পৌঁছে দিচ্ছি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি।
প্রতিষ্ঠালগ্ন থেকে ওয়াইএসসি এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

The post বাড়িতে বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিচ্ছে ওয়াইএসএফ ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gjvjBK

No comments:

Post a Comment