সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চার শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেরালকাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় কাজীরহাট গার্লস স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, অধ্যক্ষ রইচ উদ্দিন, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুব নেতা আশরাফুজ্জামান পলাশ প্রমূখ।
প্রধান অতিথি সাবেক এমপি হাবিব এ সময় বলেন, বিএনপি জনগনের পাশে আছে, আগামীতেও থাকবে। বিএনপি বিপদের সময় মানুষের পাশে থাকে। বর্তমানে মহামারি করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিএনপি পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে ত্রান বিতরন অব্যাহত রেখেছেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, সিমাই, চিনি ও শাড়ি। অনলাইন ডেস্ক:
The post কলারোয়ায় সাড়ে চার শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33aYvY2
No comments:
Post a Comment