করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার কৃষ্ণপদ দাসের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে তিনি খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা সদরে।
কঙ্কন দাস জানান, তার বাবা (৫০) করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা শহরের কাটিয়ার শুভেন্দু কুমার ঘোষের ভাড়া বাড়িতেই অবস্থান করছিলেন। চিকিৎসা চলাকালিন অবস্থায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রোববার দুপুরে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ি বাবার লাশ গ্রামের শ্মশানে দাফন করা হয়েছে। লোহাগড়া প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি:
The post সাতক্ষীরা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার করোনায় মারা গেছেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Dakzao
No comments:
Post a Comment