Friday, July 31, 2020

আমাদের প্রিয় কবি নজরুল/ অধ্যাপক ইদ্রিস আলী https://ift.tt/eA8V8J

প্রিয় কবি নজরুল, আপনারে আমরা
জাতীয় কবির আখ্যা দিয়েছি
আপনার লেখা কয়েকটি কবিতা স্কুল কলেজের
ছেলে মেয়েদের পড়ার জন্য দিয়েছি।
কিন্তু খুব মন দিয়ে এই সুবোধরা পড়ছে না তা
কেন বলুন তো কবি?
আজকে আমাদের এমন দশা কেন হল?
ভাই ভাইকে বিশ্বাস করতে পারছি না,
ভাই বোনের অভিশাপ কুড়াচ্ছি,
ভাই হয়ে বোনকে ঠকানো এখন মামলি ব্যাপার
সমাজে সত্যের মৃত্যু হচ্ছে
মিথ্যাবাজ কঠিন এর আঘাতে
কেউ কাউকে বিশ্বাস হচ্ছে না
এ কেমন পৃথিবী?
শুনেছি মানুষের বিশ্বাস হারানো পাপ!
বলুন কবি! কথাটা কি সত্যি?
দেশে দেশে, সারাবিশ্বে আমাদেরকে
ভয় দেখানো হচ্ছে, বাইরে যেও না
ঘরে থাকো, সুরক্ষিত থাকো।
তাহলে আপনি কেন লিখলেন
‘থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে’
আমরা এখন কি করব?
আমাদের এই ছোট একটি দেশ
আমাদের এই বাংলাদেশ।
এখান থেকে লক্ষ লক্ষ কোটি
টাকা বিদেশে পাচার হয়েছে,
শেয়ার বাজার লুট হয়েছে,
হাসপাতালের চিকিৎসা যন্ত্র
চুরি হয়েছে
কিন্তু এগুলো আমরা তো মেনে নিচ্ছি।
আজ মাঝে মাঝে আপনার দু’একটা
গান, বা কবিতা শুনে বা পড়ে
আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছি।
হে আমাদের প্রিয় কবি নজরুল
কেন লিখেছিলেন এমন কথা
যারা কেড়ে খায় তেত্রিশ কোটি
মানুষের মুখের গ্রাস
আমার রক্তে যেন লেখা হয় তাদের ইতিহাস
আর আজ এটা কি হচ্ছে?
আমাদের একটি দেশ আছে, পতাকা আছে,
আছে ১৮ কোটি মানুষ।
কিন্তু এদেশে কি আর আসবে আপনার মতো এমন কবি?
যিনি আমাদের সাহসের বাণী শুনাবেন, বলবেন
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার অথবা
বল বীর, বল উন্নত মম শীর।
যে কবিতা শুনে আমাদের স্কুল-কলেজের
অতি আধুনিক ডিজিটাল ছেলে মেয়েরা
ফেসবুকে আসক্ত হবে না, সাধারণত
ও সারাদিন মোবাইলের ঘোরে
আধ আধ মুখের খোঁজে
দিন কাটাবে না।
দেশে হাসপাতাল আছে, চিকিৎসা নেই,
ডাক্তার আছে, দায়িত্ব নেই
স্কুল কলেজ আছে, লেখাপড়া নেই
চোখ কান মাথা সবই আছে
কিন্তু কোন কাজ নেই
আমাদের আদরের ছেলে মেয়েরা
সবাই ঘুমের ঘোরে আছে
তার দারুন ভয়ের মধ্যে আছে
কোন কথা বললে যদি ক্রসফায়ারে
অথবা বন্দুক যুদ্ধে জীবনটা যায়।
এভাবে কি আমরা পার পাব?
প্রিয় কবি!
আপনার গান- ‘কারার ঐ লোহ কপাট
ভেঙ্গে ফেল কররে লোপাট
এখনকার ছেলে মেয়েদের তো
ভাল লাগে না।
হয়ত এমনই হয়, এমনই হতে হয় সবাইকে।
কিন্তু আমি তো হিসাব মিলাতে পারছি না
খাদ্যে ভেজাল, বাণিজ্যে ভেজাল
কথায় ভেজাল, ভাষণে ভেজাল
এ যে ভেজালের কারখানা।
এখানে কি আপনার কবিতায়
আমরা আবার জেগে উঠব?

মনের ঘুড়ি
মন যা চায় তাই করে যায়
যে মোটেই থামবার উপায় নাই
এ কেমন গতি বুঝি না মনের মতি গতি
অবিরাম চলে যাই এই মন মাঝিরে নিয়ে
বহু দূর যাব, বহু দেশ ঘুরে
দেখব এই জগৎ সংস্কারকে
ইচ্ছা আছে যত, ঘুরব কত শত
দেশ নদী পথ
আকাশ পাতাল খুঁজে খুঁজে
আমার ইচ্ছের পাখিটারে ধরে
মনের খাঁচায় বন্দী কবে
সকাল সন্ধ্যায় গল্প করে করে
জেনে নেব আমি যে
কতশত পৃথিবীর

The post আমাদের প্রিয় কবি নজরুল/ অধ্যাপক ইদ্রিস আলী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33cVLt3

No comments:

Post a Comment