দেবহাটা সমাজসেবা অফিসের আয়োজনে অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ৭ জন অসহায় অস্বচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের মাধ্যমে অসহায় ও অস্বচ্ছল রোগীদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে প্রায় শতাধিক রোগীদেরকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং তারই আলোকে বৃহষ্পতিবারও চেকের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাংবাদিক আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আকবর আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দুঃস্থ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৭ জন রোগীকে সমাজসেবা মন্ত্রণায়নের অনুদানকৃত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এলাকার বহু মানুষ সরকারের বিভিন্ন সেবা পেয়ে যাচ্ছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসময় মানবতার সেবায় যতটুকু সম্ভব সকলকে এগিয়ে আসার আহবান জানান।
দেবহাটা প্রতিনিধি:
The post দেবহাটায় সমাজসেবা অফিসের অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jRrINv
No comments:
Post a Comment