Thursday, July 30, 2020

মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক https://ift.tt/eA8V8J

পাইকগাছায় মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন কয়রা-পাইকগাছার সাবেক সংসদ এড. শেখ মো. নূরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শেখ মোহাম্মাদ শহীদ উল্লাহ, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাও. আখম তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা অসিত বরন বিশ্বাস, শেখ মো. আবু হানিফ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল, এনামুল হক, রুহুলামিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল সরদার গোলাম মোস্তফা, মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
জানাজার পূর্বে মরহুমের কফিনে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

The post মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gg1Dp8

No comments:

Post a Comment