আশাশুনির কুল্যা ইউনিয়নের জন্য বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের গুনাকরকাটি বাজারে ৩ নম্বর বিট কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। এসময় তিনি বলেন, কুল্যা ইউপিতে বিট অফিসার হিসেবে এসআই শরীফ এনামুল হক ও সহকারী হিসেবে এএসআই রিয়াজুদ্দীন দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, একই দিনে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে আশাশুনি থানা পুলিশের আয়োজনে স্কুল কার্যালয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।
আশাশুনি সংবাদদাতা:
The post কুল্যা ও বুধহাটায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gdkBN5
No comments:
Post a Comment