পত্রদূত ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠণের পক্ষ থেকে গ্রহণ করা হয় কর্মসূচি। করোনা মহামারির কারণে এবছরও দিবসটি পালনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধূর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, মহান মুক্তিযুদ্ধের উপর প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠণ। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ এখানে উপস্থাপন করা হলো।
শ্যামনগরে স্বেচ্ছাসেবক লীগ: গোপালপুরে স্মৃতিসৌধে সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, যুগাম-আহবায়ক আব্দুর রফিক গাজী, সদস্য রহমত, ফারুক, আশরাফ, দেবাশীষ, মইনুদ্দিন ও সাঈদ প্রমুখ।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়: বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আলোচনা সভায় অংশ নেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ, প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুজিবুর রহমান, সাংবাদিক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
নব জীবন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী, উপাধ্যক্ষ মীর মো: ফখরউদ্দীন আলী আহমেদ, মিজানুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মফিজুর রহমান প্রমুখ।
ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসা: জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, নীরাবতা পালন দোয়া অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ সকল শিক্ষক।
শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, নীরাবতা পালন, দোয়া, ক্রীড়া, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আহমেদ শরিফ ইকবাল। উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সহ-সভাপতি আব্দুল গনি, সহকারি প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, সদস্য মো: সাহাজান আলি, ডা. আসাদুল হক প্রমুখ।
বেনাপোল: শার্শায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বেনাপোল কাগজপুকুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, দোয়া অনুষ্ঠিত হয়। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন মুৃক্তিযোদ্ধা সংসদ, বিজিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন, দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন, যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা, উপধিনায়ক তৌফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, নির্বাহি অফিসার আফিল রেজা প্রমুখ
কলারোয়া: বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, উপজেলা জাসদের সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮৬ জন বীরমুক্তিযোদ্ধা এবং ১৪জন যুদ্ধের সময় আহত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
ইসলামী হাসপাতাল: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মোঃ আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল হোসেন, শেখ শরিফুল আওয়াল, এম রাশেদ, আব্দুল হাকিম প্রমুখ।
ডিবি ইউনাইটেড হাইস্কুল: আলোচনা সভা ও একজন গরীব অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার প্রমুখ। আলোচনা শেষে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন দুস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আশাশুনি: কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলসহ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, চলমান সংঘ, বাজার বণিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা যুবলীগ: কাজীপাড়া মোড়ে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শেখ মারুফ হোসেন, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।
সাতক্ষীরা জেলা পরিষদ: জেলা পরিষদের হলরুমে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য আল ফেরদাউস আলফা, শেখ আমজাদ হোসেন, শেখ মাকসুদুর রহমান মুকুল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান প্রমুখ। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি: রেড ক্রিসেন্ট ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা উপ-পরিচালক এএসএম আক্তার হোসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শেখ মুছা কাজিম আসিফ ও অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: শিক্ষক মিলনায়তনে সহকারি প্রধান শিক্ষক জিএম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল-মামুন, সহকারী শিক্ষক আনিছুর রহমান, তাজুর রহমান, দিপাসিন্ধু তরফদার, ফাতেমা নাসরিন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ।
ডিবি গার্লস হাইস্কুল: সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুস ছোবহান, সহ-প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, কাবিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কানাই লাল মজুমদার।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট: ইন্সটিটিউটের হলরুমে সভায় একাডেমিক ইনচার্জ ড. এমএম নজমুল হকের সভাপতিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, প্রকৌশলী অলোক সরকার, ইসমাইল হোসেন, এনামুল হাসান, মো. আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফারুক হোসেন।
আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শিক্ষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, নুর আহম্মদ, নাসির উদ্দিন, মাওলানা তৈয়েবুর রহমান, খাদিজা খাতুন, মেহেরুন নাহার, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রমুখ।
সাংবাদিক কন্যা দিঘীর সাফল্য: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে আবারও সেরা প্রতিযোগি নির্বাচিত হয়েছেন ক্ষুদে আবৃত্তিকার সাফানা ফারদিন দিঘী। সাফানা ফারদিন দিঘী ইতোপূর্বে জেলা পর্যায়ের একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় সেরা আবৃত্তিকার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। সে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বর্ণমালা একাডেমির একজন নিয়মিত শিক্ষার্থী। দিঘী সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান ও প্রভাষক সেলিনা সুলতানা লিপির মেয়ে।
পাটকেলঘাটা: তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মোহাম্মদ হোসেনের পাটকেলঘাটাস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা আবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেন, ইন্দ্রজিৎ সাধু, মাহবুব হোসেন মিন্টু, অধ্যাপক নজিবুর রহমান, আব্দুর রহমান, ব্যাংকার অবুবক্কর, শেখ টিপু, বাবলু, পলাশ, মনা প্রমুখ।
ইসলামী আন্দোলন: নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পতাকা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সভাপতিত্ব করেন মো: ছারোয়ার আলম, মো: তোছাদ্দেক হোসেন খোকা, মোহাম্মাদ আলী, মো: কবিরুল ইসলাম, মো: শহিদুল ইসলাম, মো: গোলাম রসুল, ডা: মো: এবাদুল ইসলাম, মো: দেলাওয়ার হোসেন, মো: ফজর আলী, মো: হাফিজুর রহমান, ডা: মো: হেলাল, মো: বেলাল, মো: আসাদুল্লাহ প্রমুখ।
দেবহাটা: শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
নর্দান ইউনিভার্সিটি: ‘স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান’ নিয়ে ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্ল¬াহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, এম. মনিরুল ইসলাম (অব:), প্রফেসর ড. আনোয়ারুল করিম, প্রফেসর ড. নজরুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়া: উপজেলা ও থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদের স্মরণে উপজেলা স্বাধীনতা স্মৃতিস্তম্ভে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ, থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমুক।
নলতা হাইস্কুল: বিদ্যালয়ের প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। নলতা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যাপীঠের ১৯৭৫ সালের কৃতি শিক্ষার্থীরা। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্সর সাবেক স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, নলতা আহ্ছানিয়া চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডা: শেখ আকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইসহাকসহ অন্যরা।
কালিগঞ্জ: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হলেও করোনা পরিস্থিতি ও শ্যামনগরের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণ উপলক্ষে শেষ মুহূর্তে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। পরবর্তীতে পুলিশসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের কুচকাওয়াজ প্রদর্শন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরপরই সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়। ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল করা হয়।
ধুলিহর: ধুলিহরে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।
The post যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3d9hwNX
No comments:
Post a Comment