পত্রদূত ডেস্ক: আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪১ জন। আমাদের প্রতিনিধিদের খবর এখানে তুলে ধরা হলো।
তালার জালালপুর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর এক নারী কর্মীসহ ৫কর্মী আহত হয়েছে। এসময় দোকান ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতে উপজেলার জালালপুর শাখারীপাড়ার মোড়ে ও শ্রীমান্তকাটি নতুন বাজারে এঘটনা ঘটে। আহতরা সবাই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দীন শেখের অবস্থা অশংকাজনক।
আহতরা হলেন, উপজেলার শ্রীমান্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউল সরদার (৪০) ও হানিফ সরদারের ছেলে সিরাজ সরদার (৫৫) ও রহিম গাজীর স্ত্রী নাহার বেগম (৫৫)।
মফিদুল হক লিটু জানান, জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি-রথখোলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর কর্মী-সমর্থকরা তার আনারস প্রতিকের কর্মী সমাবেশে যাওয়ার পথে শাখারীপাড়া এলাকায় অপর প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় লিটুর ৪ কর্মী-সমর্থককে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। শ্রীমান্তকাটি নতুন বাজারে আনারস সমর্থক নাহার বেগমের ছেলে বাবুকে দোকানে না পেয়ে তার দোকান ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুট করে। এতে বাঁধা দিতে গেলে নাহার বেগম আহত হন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ক্যাডাররা তার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এছাড়া রাতের আধারে পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় নৌকার নির্বাচনী পোস্টার ছেড়া ও একই স্থানে স্বতন্ত্র প্রাথীর ঘোড়া মার্কার পোস্টার মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ১১জন নেতা কর্মী সমর্থক আহত হয়েছে। এর মধ্যে ৭ জনকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজারে। দুদিন আগে বামনখালী বাজারের আ.লীগের আঞ্চলিক অফিসের সামনে চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসানের নৌকার নির্বাচনী পোস্টার দড়ি দিয়ে টাঙিয়ে দেয়া হয়। ঠিক সেই স্থানে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশারের ঘোড়া মার্কার পোস্টার টাঙ্গিয়ে দেওয়ার সময় নৌকার পোস্টার ছিড়ে ফেলে তারা। এসময় নৌকা ও ঘোড়ার সমর্থক নেতা কর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নৌকা প্রতীকের কর্মী সমর্থক নেছার আলী (২৬), ওমর ফারুক (২৭), মনিরুল হাসান (৩০), নাজমুল ইসলাম (২৮), টিপু (২৫), সেলিম (৩১), সাদ্দাম হোসেন (২৮) আহত হয়। অপর দিকে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থক আছুবার (২৫), দেলওয়ার (২৬), সানারুল (৩৮) ও ফজর আলী (৩২) আহত হয়েছে।
পাইকগাছা: খুলনায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এসএম এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যানসহ প্রায় ২৫জন আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ও বেশ কয়েকটি মোটরসাইকেল। পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এসএম এনামুল হকের সমর্থকরা বেতবুনিয়া মাদ্রাসা মোড়ে পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মান্নান গাজীর নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা তাতে বাধা প্রদান করে। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ৩০-৪০টি মোটরসাইকেলে সমর্থক নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রাম থেকে লোক জড়ো হতে থাকে। এ সময় তারা স্থানীয় বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তার বোন মনিরার বাড়িতে আশ্রয় নেন।
এক পর্যায়ে নৌকা প্রতীকের ৩০০-৪০০ কর্মী-সমর্থক লাভলু ও মনিরার বাড়িঘর ভাঙচুর এবং চেয়ারম্যান এনামুল, তার সমর্থক শামীম, কিশোর কুমার মন্ডল ও মুজিবুর রহমানসহ ২০-২৫জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউ- ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ইউপি চেয়ারম্যান এনামুল হক, শামীম, কিশোর কুমার মন্ডল ও মুজিবুর রহমানকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রহরায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে দুপুর ১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মান্নান গাজীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী চারবান্ধা গ্রামের অমল ঢালীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় অমল ঢালী, দীপ্তি ঢালী, পুষ্পিতা ঢালী ও শ্যামল ঢালীসহ ৪জন আহত হয়। এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এজাজ শফী জানান, ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলীসহ চারজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
The post তালা কলারোয়া ও পাইকগাছায় নির্বাচনী সংঘর্ষে আহত ৪১ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fkD3pG
No comments:
Post a Comment