Monday, March 1, 2021

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল শোভাযাত্রা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহর থেকে উপকূলীয় উপজেলা শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত বাইসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ‘জলবায়ু শোভাযাত্রার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ব্যাপকভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে, সচেতন হতে হবে। সারা বিশে^ জলবায়ুর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর পরিবর্তন ঘটেছে। ফলে ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা।

The post জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল শোভাযাত্রা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sHAOjp

No comments:

Post a Comment