Monday, March 1, 2021

নৌকা বোঝাই করে গোলপাতা কেটে ফিরে আসতে শুরু করেছে বাওয়ালিরা https://ift.tt/eA8V8J

আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): দীর্ঘ একমাস পর ফিরে আসতে শুরু করেছে গোলপাতা বোঝাই করে নৌকা। সুন্দরবনে প্রতি বছরের মতো এবারও সরকারি বিধি মতে শুরু হয়েছিল গোলপাতা কাটার উৎসব। প্রতি বছরের মতো এবছরও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে ২৭টি নৌকা সুন্দরবনে গোলপাতা আহরণে যায়। বনবিভাগের চলতি মৌসুমে গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ হাজার কুইন্টাল। সুন্দরবনে গোলপাতা আহরণকারি বাওয়ালীদের সাথে কথা বলে জানা যায়, এক মাস পর নৌকা বোঝাই করে তারা বাড়ি আসতে শুরু করেছে।

The post নৌকা বোঝাই করে গোলপাতা কেটে ফিরে আসতে শুরু করেছে বাওয়ালিরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c5oMtR

No comments:

Post a Comment