মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ শুক্রবার বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন অনেকেই। এই তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন উচ্ছ্বসিত সাকিব।
আজ সকালে ঢাকায় এসে নামার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদী। সাকিব আল হাসানের সঙ্গে দুপুরে দেখা হয়েছিলো ভারতের প্রধানমন্ত্রীর। সঙ্গে ছিলেন অন্যান্য পেশাজীবি এবং তারকারাও। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, প্রমীলা ক্রিকেটার জাহানারা আলম এবং অধিনায়ক সালমা খাতুনও এই সময় উপস্থিত ছিলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, “ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সাথে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরসূচি অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। এরপর মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি ইউনিয়নের ঠাকুরবাড়ি সফরেও যাবার কথা রয়েছে তাঁর।
The post মোদীর নেতৃত্বের প্রশংসায় সাকিব appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31o262K
No comments:
Post a Comment