ঢাকা-রাজশাহী মহাসড়কের কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, “ঘটনাস্থলেই ১১জন মারা যান। ছয়জন মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।”
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, দুপুরে রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এদিকে রংপুর থেকে একটি মাইক্রোবাস রাজশাহী আসছিল।
পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী থানার সামনে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এক পর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লেগুনাকে ধাক্কা দেয়।
ফলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ১১জন মারা যান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ছয়জন মারা যান।
পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দগ্ধ ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
The post বাস-মাইক্রোবাস-লেগুনার সংঘর্ষে নিহত ১৭ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lRkquC
No comments:
Post a Comment