২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আশাশুনিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
শুরুতেই পুষ্প মাল্য অর্পণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল
এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব,
চলমান সংঘ, বাজার বণিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সবশেষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান শপথ বাক্য পাঠ করান। সকাল ৯.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন শেষে মাঠ পাস অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা,
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার ডাঃ সুদেষ্ণা সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীরের সন্তান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:
The post আশাশুনিতে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rpsPGM
No comments:
Post a Comment