Friday, March 26, 2021

হাটহাজারীতে সংঘর্ষে নিহত চার https://ift.tt/eA8V8J

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের অনুসারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজন মাদরাসা ছাত্র এবং একজন পথচারী। নিহত তিন মাদ্রসারছাত্র হলেন- মেরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

তবে পথচারীর নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। চারজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মধ্যে তিনজন মাদ্রসারছাত্র।

রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার ছাত্ররা শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের চমেক হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসী জানান, মাদ্রাসাছাত্ররা মিছিল নিয়ে থানার দিকে যেতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে রাবার বুলেট ছোড়ে। এতে সংঘর্ষ আরও বাড়লে পুলিশ গুলি চালায়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মোদিবিরোধী মিছিল করে হেফাজতের অনুসারীরা। পুলিশ বাধা দিলে তারা থানায় ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।”

The post হাটহাজারীতে সংঘর্ষে নিহত চার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ffZoV8

No comments:

Post a Comment