Saturday, March 6, 2021

বিজয়ীদের শুভেচ্ছা জানালেন পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন-২০২১। ৬ মার্চ সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত। বরাবরের মতো এবারের নির্বাচনও দুটি প্যানেলে অনুষ্ঠিত হয়।

শনিবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম (বার)। ফলাফলে বাপি-হাবিব-সুজন পরিষদের ১২জন নির্বাচিত হয়। ফল ঘোষণার পরপরই পরাজিত প্যানেলের পক্ষ থেকে বিজয়ীদের শুভেচ্ছা জানানো হয়। একই সাথে শুভেচ্ছা জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানসহ কমিটির অপরাপর সদস্যবৃন্দ এবং প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারদেরকে।

এসময় উপস্থিত ছিলেন রাম-কচি-কাশেম পরিষদের সভাপতি প্রার্থী রামকৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কাশেমসহ অন্যান্য প্রার্থীগণ। এছাড়া বর্তমান সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সূভাষ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, কাজী শওকত হোসেন ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচন অতীতের রেকর্ড ভেঙে এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারই প্রথম বিজয়ীদের শুভেচ্ছায় তাৎক্ষণিকভাবে বরণ করে নিয়েছেন পরাজিতরা। সাতক্ষীরা প্রেসক্লাবের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকেই। ১৯৬৯ সালে সাতক্ষীরা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হবার পর ১৯৯৯ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা। ১৯৯৯ সাল থেকে যতবারই সাতক্ষীরা প্রেসক্লাবে নির্বাচন হয়েছে ততবারই পরাজিতরা ফলাফল ঘোষণা শেষ হওয়ার পূর্বেই পরাজয়ের আভাস পেয়ে প্রেসক্লাব ক্যাম্পাস ত্যাগ করেন। বিজয়ীদের শুভেচ্ছা জানানো তো দূরের কথা তাদের ধারে কাছেও ঘেঁসতেন না অনেকেই। এমনকি নির্বাচনের দিন ভোট প্রদান করার পর পরাজিত হবার আশঙ্কা থাকলে কেউ আর দাঁড়াতেন না। কিন্তু এবার সেই ‘কালচার’ ভেঙে উভয় প্যানেলের প্রার্থী, সমর্থক ও ভোটাররা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রেসক্লাব ক্যাম্পাসেই ছিলেন। জয়ের ব্যাপারে উভয় প্যানেলের প্রার্থী ও ভোটাররা ছিলেন আশাবাদী। উদার গণতন্ত্র চর্চার যে দৃষ্টান্ত সাতক্ষীরা প্রেসক্লাব দেখিয়েছে তা বিরল। সাতক্ষীরা প্রেসক্লাবের বিজয়ী ও পরাজিত প্যানেলসহ নির্বাচন পরিচালনা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকল ভোটার।

The post বিজয়ীদের শুভেচ্ছা জানালেন পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qqv10a

No comments:

Post a Comment