Saturday, March 6, 2021

কপিলমুনি চেয়ারম্যান পদে নৌকা মাঝি হতে চান ইকবাল হোসেন https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় ২নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান পদে নৌকা মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন। ইউনিয়নকে ডিজিটালাইজের আলোতে আলোকিত করতে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। আগামী ১১এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
যে কারণে যারা ইউনিয়ন পরিষদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন-তারা বেশ প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তেমনি পাইকগাছায় কপিলমুনি ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছেন শেখ ইকবাল হোসেন। এ ইউনিয়নে ক্ষমতাসীন দলে প্রার্থীর ছড়াছড়ি। এ তালিকায় পুরাতন আর নতুনদের সাথে সুবিধাভোগীদের সংখ্যা কম নয়। ইউনিয়ন থেকে ১০জন দলীয় মনোনয়ন নৌকা প্রতীক প্রত্যাশী। যে কারণে নৌকা প্রতীক নিয়ে জটিলতা সৃষ্ট হতে পারে বলে অনেকের ধারণা।

The post কপিলমুনি চেয়ারম্যান পদে নৌকা মাঝি হতে চান ইকবাল হোসেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30jlFZE

No comments:

Post a Comment