নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সফলতার ২বছর পূর্ণ হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীর ২বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার প্রদান করছেন পৌরসভা পিস ক্লাবের সভাপতি জাহিদা জাহান মৌ। এসময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক তরিকুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, পিস প্রকল্পের সদর উপজেলা ফিল্ড অফিসার মনিরা সুলতানা, ফারহানা আহমেদ প্রমুখ। এদিকে (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নানান সফলতার মধ্যদিয়ে সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই ইউএনও। সামাজিক নানান কর্মকান্ডে তাঁর উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুজিব বর্ষে গৃহহীনদের গৃহ প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনসহ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন তিনি। দেবাশীষ চৌধুরী ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধ এবং উদ্ভাবনী বিভিন্ন ইনোভেশনের মাধ্যমে সাঁজিয়ে তুলেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ।
The post ইউএনও দেবাশীষ চৌধুরীকে সদর পিস ক্লাবের শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bcBlnJ
No comments:
Post a Comment