Wednesday, March 3, 2021

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার গুটুদিয়ার বিল পাবলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সবুজ সরকার নামক এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা এলাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনৈক সবুজ সরকার মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুর রশিদসহ থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

The post ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NXaG5z

No comments:

Post a Comment