ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট ব্যবহারকারীরা।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে এ সমস্যা দেখা দেয়।
ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের অসুবিধার বিষয়ে ইন্টারনেট সার্ভিস সরবরাহকারীরা বলছেন, “সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে। বিষয়টি আমাদের হাতে নেই।”
শুক্রবার দুপুরের পর রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ হয়। হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেই এই বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।
তাই ঢাকার কিছু এলাকা ও চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে অপারেটর সূত্রে।
জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সন্ধ্যার আগে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ফলে ঢাকার কিছু এলাকায় এবং হাটহাজারীতে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না।
ফোর–জি, থ্রি–জি ও টু–জি তিন ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারেন দেশের মুঠোফোন গ্রাহকরা। সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন যোগাযোগ অ্যাপ ও ভিডিও দেখার জন্য ফোর ও থ্রি–জি ইন্টারনেট সেবার প্রয়োজন হয়।
The post ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার ব্যাহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39hWPhG
No comments:
Post a Comment