এমএ রহিম, বেনাপোল (যশোর): সোহার্দ সম্প্রীতি ও বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্ব বাড়াতে বিজিবি বিএসফ’র যৌথ আয়োজনে পালন করা হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব। এ উপলক্ষে দু’ঘন্টার জন্যে খুলে যায় বেনাপোল ও ভারতের পেট্টাপোল সীমান্তের গেইট। মিলেমিশে একাকার হয়ে যায় দু’পারের মানুষ। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বেনাপোল-পেট্টাপোল সীমান্তের জিরো লাইনে সুসজ্জিত বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড প্রদর্শিত হয়। করোনা সুরক্ষা মেনেই বিজিবি বিএসএফের শারীরিক কুসরত দেখে খুশি দর্শক ও স্থানীয়রা। পরে যৌথ বিউগলের সুরে নামানো হয় ভারত ও বাংলাদেশের পতাকা। জানানো হয় শ্রদ্ধা।
বিজিবি-বিএসএফসহ প্রশাসন জনপ্রতিনিধি সাংবাদিকরাও উপভোগ করেন মনোমুগ্ধকর অনুষ্ঠানটি। শুক্রবার বিকালে বেনাপোল চেকপোস্টে বিজিবি বিএসএফ কর্মকর্তাসহ স্থানীয় এমপি পৌছালে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্যারেডে অংশগ্রহণকারী বিজিবি-বিএসএফ প্রতিনিধিদেরকে দেওয়া হয় সম্মাননা উপহার।
এসময় উপস্থিত ছিলেন যশোর রিজিওন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোয়ারাব হোসেন ভূইয়া, এমপি শেখ আফিল উদ্দিন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, যশোর ৪৯ বিজিবির সিও লে: কর্নেল সেলিম রেজা, ভারতের ১৫৮ বিএসএফের কমাডেন্ট শ্রী অরুন কুমার, ১৭৯ বিএসএফের শ্রী সুনীল কুমারসহ বন্দর কাষ্টম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেনাপোলে বিজিবি-বিএসফ’র যৌথ আয়োজন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31qQ4G4
No comments:
Post a Comment