Saturday, March 27, 2021

সাতক্ষীরার পিএন স্কুলের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন কমিটি গঠন https://ift.tt/eA8V8J

২৬ মার্চ সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা জেলার পুরাতন বিদ্যাপীঠ পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২১ উপলক্ষে নিবন্ধন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাজী আখতার হোসেন। পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ঈদের ১দিন পর অর্থাৎ ঈদের ৩য় দিন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক গুণিজন ব্যক্তি পড়াশোনা শেষ করেছেন। এই পুনর্মিলনীর মাধ্যমে সকল শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্রদের একত্রিত করার জন্য এই আয়োজন। কমিটিসহ সকলের মতামতের ভিত্তিতে ৫০০ টাকা হারে একটি নূন্যতম চাঁদা ধরা হয়েছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিবন্ধন করার বুথ বসানো হচ্ছে। পিএন হাইস্কুলের ছাত্ররা অনুষ্ঠানটি সফল করতে এবং একত্রিত হতে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। নিবন্ধন কমিটিতে রয়েছেন-রাশিদুজ্জামান রাশি, কাজী ফরহাদ হোসেন, সাফিয়াত রহমান সজল, হুমায়ুন কবির, রনি হোসেন মোল্য¬া, শেখ আকিব জাওয়াদ, রেজা আল-আমিন শুভ, রফিকুল জামান, শেখ মোসায়েত হোসেন জ্যোতি, রবিউল ইসলাম শিবলু, আবু তাহের ময়না, হাসিবুল হাসান, মো: রফিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির ও কাজী সৈকত।
অনুষ্ঠান বিষয়ে যেকোনো তথ্য ও প্রয়োজন যোগাযোগ করতে পারেন কাজী ফরহাদ হোসেন ০১৭১৬২৩৪৪৬৭,
হুমায়ুন কবির ০১৭১১৩৬০৯৭০, শেখ আবীর হাসান অভি ০১৭১১৯৯৪১২৪, মো: রফিকুল ইসলাম ০১৭৬৭৮৯০৮৯৪। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরার পিএন স্কুলের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3drQKRd

No comments:

Post a Comment