Tuesday, March 2, 2021

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গাকে হারিয়ে লাবসা জয়ী https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট টিমকে হারিয়ে সাতক্ষীরার লাবসা ৪ উইকেটে জয়ী হয়েছে।
মঙ্গলবার সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় লাবসা ক্রিকেট একাডেমী ও তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৩৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইদ ৫৩ বলে ৭৯ রান, আকাশ ৫৪ রান করতে সমর্থ হয়।
জবাবে লাবসা ক্রিকেট একাডেমি ২৪৩ রানের লক্ষে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। ফলে লাবসা ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে।
দলের পক্ষে সাইফুল ৫৪ বলে ৭৮ রান, আসাদ ৪৪ বলে ৬৯ রান করেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও আসাদ বাবু। স্কোরার ছিলেন সুদীপ্ত।
খেলার শুরুতে উভয় দলের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, সাতক্ষীরা স্পোর্টসের স্বত্ত্বাধিকারি আবু সাইদ, আকাশ ও লাবসা ক্রিকেট একাডেমির কোচ মো. রিপন, গোলাম মোর্শেদ লিটন, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের কোচ মাহমুদুল ইসলাম বাবলু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ। আগামি বৃহস্পতিবার একই ভেন্যূতে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম পারুলিয়া ক্রিকেট একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

The post কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গাকে হারিয়ে লাবসা জয়ী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NVQMrt

No comments:

Post a Comment