Tuesday, March 2, 2021

ইমদাদুল হক খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউটস কমিশনার নির্বাচিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইমদাদুল হক খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউটস্্ কমিশনার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস্ কমিশনারের দায়িত্ব পালন করছেন। স্কাউটস্ আন্দোলনে অবদান রাখা এবং দক্ষ সমাজ গঠনে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার কমিশনার নির্বাচিত হন তিনি।
মো. ইমদাদুল হক ২০০৩ সালে ন্যাশনাল সার্টিফিকেট, ২০০৭ সালে মেডেল অব মেরিট, ২০১০ সালে বার-টু মেডেল অব মেরিট, ২০১৬ সালে লং সার্ভিস ডেকোরেশন এবং ২০১৯ সালে সিএনসি এ্যাওয়ার্ড পদক প্রাপ্ত হন। ইমদাদুল হক ১৯৬২ সালে সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলে পড়াকালীন সময় থেকে রোভার স্কাউটস্ আন্দোলনের সাথে যুক্ত হন। ৭১ বছর বয়সেও তিনি রোভার আন্দোলনের সাথে যুক্ত থেকে রোভার স্টাউটস্রে বিভিন্ন সমাজসেবামূলক কর্মের সাথে যুক্ত থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রেসবিজ্ঞপ্তি

The post ইমদাদুল হক খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউটস কমিশনার নির্বাচিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qaqI92

No comments:

Post a Comment