Tuesday, March 2, 2021

কেশবপুর পৌরসভা নির্বাচনে ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: গত ২৮ ফেব্রুয়ারি রোববার কেশবপুর পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কোন অপ্রীতিকর ঘটনা ছাডাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৬৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। কেশবপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ২২ জন প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
জামানাত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল কাদের (হাতপাখা) ৪১০ ভোট, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩ নং ওযার্ডের রাশিদা খাতুন (চশমা) ৬১৫ ভোট, মনজুয়ারা বেগম (অটোরিকশা) ৫৮১ ভোট, সংরক্ষিত কাউন্সিলর ৪,৫ ও ৬নং ওয়ার্ডে শাহানা কবীর (চশমা) ৩২০ ভোট, সংরক্ষিত কাউন্সিলর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জাহানারা খানম (টেলিফোন) ২৪৮ ভোট, রিক্তা খাতুন (আনারস) ৪৮২ ভোট, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল হাসান আইদ (পানির বোতল) ৩৮ ভোট, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিবর মোড়ল (গাঁজর) ৫৫ ভোট, আব্দুর রাজ্জাক (টিউবলাইট) ৩৫ ভোট, প্রদীপ চক্রবর্তী (ডালিম) ৪৪ ভোট, জামালউদ্দীন (ফাইল কেবিনেট) ১৯২ ভোট, মনিরুজ্জামান (টেবিলল্যাম্প) ৬০ ভোট, মোরশেদ আলী (ব্লাকবোর্ড) ৮৫ ভোট, শওকত হোসেন ১৮৮ ভোট, ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কুতুবউদ্দীন বিশ্বাস (ডালিম) ১৩৪ ভোট, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী মেহেদী বিশ্বাস (ডালিম) ১১৫ ভোট, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ওয়াজেদ খান ডবলু (ডালিম) ৬০ ভোট, মানিক লাল সাহা (উটপাখি) ৪০ ভোট, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মফিদুল ইসলাম (ব্রিজ) ১৮৫ ভোট, আব্দুল গফুর মোড়ল (ব্লাকবোর্ড) ১৯ ভোট, সেলিম খান (টেবিলল্যাম্প)২৯ ভোট, ৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বারিক বিশ্বাস (ব্রিজ) ২৩ ভোট। এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৪ জন।

The post কেশবপুর পৌরসভা নির্বাচনে ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bS3Ru1

No comments:

Post a Comment