কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (শ্রীরামপুর) চারবারের নির্বাচিত সফল ইউপি সদস্য ও ভোমরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসলেম আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ২৩ মার্চ সকাল ৯টায় শ্রীরামপুর তার নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় ১.৩০টার সময় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। গত মঙ্গলবার রাত্র ৯টার সময় জানাজা শেষে শ্রীরামপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে মরহুম মোসলেম আলীর বাড়িতে তাৎক্ষণিক উপস্থিত হন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক, ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল বিশ^াস, ভোমরার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, ভোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আঃ গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, ভোমরার প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী, ব্যবসায়ী পরিতোষ কুমার ও নাজমুল আলম মিলন, এরশাদ আলী ও তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম বাবলু ও রঞ্জু প্রমুখ।
The post ভোমরায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসলেম আলী আর নেই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rj7tuD
No comments:
Post a Comment